বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকার কৃষক-শ্রমিকের পেটে লাথি মেরেছে : শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট

সরকার কৃষক-শ্রমিকের পেটে লাথি মেরেছে : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করতে দেশব্যাপী শ্রমজীবী মানুষের জাগরণ সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সরকার ভোটাধিকার হরণ করে দেশের মালিকানা যেমন কেড়ে নিয়েছে, তেমনি শ্রমিক-কৃষকের পেটে লাথি মেরেছে।’

শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিভাগীয় সদরে ‘শ্রমজীবী মানুষের জাগরণ’ শীর্ষক সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রমিক দলের ময়মনসিংহ কমিটির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির, ফিরোজ জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং শ্রমিক দলের জেলা, মহানগর নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শিমুল বিশ্বাস বলেন, ‘সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে রাহুমুক্ত করতে হবে। সেজন্য দেশব্যাপী তারুণ্যের সমাবেশ হচ্ছে, শ্রমজীবী মানুষের সমাবেশেরও প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘অচিরেই চূড়ান্ত আন্দোলনের ডাক আসছে। সেই ডাকে সকলকে জানবাজি রেখে রাজপথে ফয়সালা ছিনিয়ে আনতে হবে।’

সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। ভোটারবিহীন নির্বাচনের নামে প্রহসন করে আবারও প্রহসনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেশকে আন্তর্জাতিক খেলার মাঠে পরিণত করছে।’ তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৪৩ | শনিবার, ২৪ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: