| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৩১ ডিসেম্বর : বাংলাদেশে নির্বাচনের বিষয়ে সরকার ও বিরোধী পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় ভারত। মঙ্গলবার দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় না ভারত। বাংলাদেশে সব সমস্যার সমাধান সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে হতে পারে।
বাংলাদেশে নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান সংক্রান্ত প্রশ্নের জবাবে সৈয়দ আকবর উদ্দিন বলেন, বাংলাদেশের শুভাকাঙ্খী হিসেবে আমরা মনে করি, সেখানে সরকার ও বিরোধী পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং সে সমাধান সে দেশের মানুষের আকাঙ্খার অনুরূপ হবে। একমাত্র শান্তিপূর্ণ পথে আলোচনা করে সমস্যার সমাধান বের করা প্রয়োজন।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ কারণে বাংলাদেশ যেমন ভারতের বিষয়ে আগ্রহী, তেমনি ভারত বাংলাদেশের ঘটনাবলি সম্পর্কে উৎসাহী।
Posted ২৩:৩৮ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin