সোমবার ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমাজ গড়তে হলে মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবেঃ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

সমাজ গড়তে হলে মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবেঃ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন

গত মাসের টানা ভারি বর্ষণ এবং ভারত থেকে আসা ঢলের পানিতে দেশের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চলমান বন্যায় দেশের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জমির শাকসবজি, ধানসহ অন্যান্য ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসনে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমসেরনগর ইউনিয়নে সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ধানের চারা বিতরণ করা হয়। দীর্ঘদিন হতেই সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশন তাদের সামাজিক কার্যক্রম সিলেট বিভাগের বিভিন্ন জেলায় চালিয়ে আসছে।

তাছাড়া আজ শুক্রবার বন্যার্থদের মধ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের পানিবাহিত ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনও করেছে কামাল উদ্দিন ফাউন্ডেশন। শুক্রবার মৌলভীবাজার জেলার শমশেরনগর ইউনিয়নের হযরত শাহকালা (রহ:) দারুল আরকাম দাখিল মাদ্রাসায় সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে সম্পুর্ন ফ্রী (ব্যাবস্থাপত্র ও ঔষধসহ) মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন,শিশু,চর্মরোগ বিশেষজ্ঞসহ মোট ১১ জন দেশবরেণ্য ডাক্তার চিকিৎসা প্রদান করেন। মহিলাদের জন্য মহিলা ডাক্তারদের ব্যবস্থাও রাখা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে।

সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) ডাঃ সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় লোকদের সাহায্য সহযোগিতার জন্য আমাদের ফাউন্ডেশন কাজ করে। আমরা যৎসামান্য চেষ্টা করে যাই আমাদের পরিবারের পক্ষ হতে। আমরা চাই আরো মানুষ এগিয়ে আসুক এই অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য। মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হয় তাতেই ভালো সমাজ গড়ে উঠে। একটি ভালো সমাজ দেশ গড়তে ভুমিকা রাখে।

সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক সৈয়দ ইশতিয়াক উদ্দিন জানান, বন্যায় ফসলের ক্ষতিগ্রস্ত ৪০ জন কৃষকের মাঝে ৩৩.৫ বিঘা জমির আমন ধানের চারা বিতরণ করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৮০০ জন রোগীকে সেবা প্রদান করা হয় ফাউন্ডেশনের মাধ্যমে।

উল্লেখ্য যে, আবহাওয়ার বৈরিতার কারণে এই বছর তিনবার বন্যা হয়েছে যার ফলে মানুষ অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশের অসহায় লোকদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন বলে মত দিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর লোক।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০০ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com