
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
সড়কে প্রকাশ্যে ৭০ বছরের এক স্কুলশিক্ষককে দুই নারী পুলিশ সদস্য লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন- এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ভারতের বিহার রাজ্যের কাইমুর জেলার। তবে কবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নির্যাতনের ভিডিওটি ভাইরালের পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন বলা হয়েছে, স্কুলশিক্ষক নভাল কিশোর পান্ডে ৪০ বছর ধরে শিক্ষকতা করছেন। একটি বেসরকারি স্কুলে পাঠদান শেষে বাড়ি ফিরছিলেন তিনি।
ফেরার পথে ভাভুয়ার এলাকার একটি ব্যস্ত সড়কে তিনি হঠাৎ সাইকেল থেকে পড়ে যান। এতে তার সাইকেলটি রাস্তা থেকে তুলতে কিছুটা সময় দেরি হয়। এতে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এরপর দুই নারী পুলিশ ওই শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন।
ভিডিওতে দেখা গেছে, দুই নারী পুলিশ ওই শিক্ষককে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করছেন, ভিকটিম নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন। তার হাতে বেশ কয়েকটি আঘাত লাগে। তিনি দুই নারী পুলিশকে চলে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা আঘাতের পর আঘাত করতেই থাকেন। অবস্থা খারাপের দিকে যাওয়া চিৎকার করেন ওই শিক্ষক।
এ ঘটনায় বিহার পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, অভিযুক্ত দুই নারী কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিডিওটি দেখুন…
Posted ১৫:০২ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain