নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
প্রত্নতত্ত্ব নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদসহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে শেষে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা , নারায়ণগঞ্জের কেল্লা এবং লালবাগ কেল্লাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে তা নিজের চোখে না দেখলে নীতিমালা ঠিক করা যাবে না। এ ব্যাপারের আমাদের নজরদারীর সময় এসেছে।
তিনি আরো বলেন, বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শন সেখানে রাখা সম্ভব হয় না। অনেকগুলোর জাতীয়পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সে লক্ষ্যেই আমরা পরিদর্শনে এসেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা প্রমুখ।
Posted ১০:৫৩ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain