
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রবিবার (১৬ জুলাই) মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে দুই উইকেটে জিতে আফগানদের বিপক্ষে ১-০’তে এগিয়ে সাকিরের দল। আজ জিতলে টানা তিন ওয়ানডে সিরিজ জয় করবে বাংলাদেশ। কিন্তু এই আশায় জল ঢেলে দিতে পারে সিলেটের আবহাওয়া।
রবিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির আশঙ্কা ৭০ থেকে ৭৫ শতাংশ।
গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবু ম্যাচের ফলাফল এসেছে। রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
তাই আজকের ম্যাচ নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ। গতকাল বিকেলেই গ্র্যান্ড স্ট্যান্ডের কিছু টিকিট ছাড়া সব টিকিট বিক্রি হয়ে গেছে। আরও অনেক ক্রিকেটপ্রেমী টিকিট কিনতে এসে হতাশ হয়েছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন
Posted ০৯:০৬ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain