রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুের চাঁদাবাজি বন্ধের ঘোষণা সংসদ সদস্যের

শাহরিয়ার মিল্টন   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

শেরপুের চাঁদাবাজি বন্ধের ঘোষণা সংসদ সদস্যের

শেরপুর : শেরপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেছেন, শ্রীবরদীর ও ঝিনাইগাতী উপজেলার অটো-সিএনজি চালকদের কাছে যে চাঁদা আদায় করা হয়, এখন থেকে ঝিনাইগাতী উপজেলার সিএনজি-অটোচালকদের আর চাঁদা দিতে হবে না। ঝিনাইগাতী এখনও পৌরসভা হয়নি। এখানে আবার কীসের চাঁদা। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকূড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি এমপি হিসেবে এপিএস নিব না। কারণ এপিএসরাই সকল জনপ্রতিনিধিদের ডুবায়। আপনারা শুধু আমাকে সহযোগিতা করে যাবেন, আমি আপনাদের সহযোগিতা নিয়েই এমপিগিরি করতে চাই।

বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই এমপি বলেন, আপনারা অযথা অন্যায় না করলে কেউ আপনাদের সঙ্গে অসাদাচরণ করবে না। আমি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে চাই। আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা এক সঙ্গে মিলে এলাকার উন্নয়ন করবো এবং আগামী নির্বাচনে আবার আলাদা হয়ে নির্বাচন করবো। জনগণ যাদের চাইবে তারাই আবার জনপ্রতিনিধি হবে। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলার কয়েকশ সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা থেকে চাঁদা (জিপি) আদায় বন্ধের ঘোষণায় চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলেন, চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ট হয়ে গিয়েছিলাম। গেল সপ্তাহে চাঁদা নিয়ে মারামারিও হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:০৪ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com