
| সোমবার, ২৯ আগস্ট ২০২২ | প্রিন্ট
শাহরিয়ার মিল্টন, শেরপুর : স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে শেরপুরে সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচ উপজেলায় এক সাথে স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আর এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত কারণে বন্ধ ঘোষণা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য বলেন, ৫০টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। নিবন্ধন না থাকায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ১৬:১৯ | সোমবার, ২৯ আগস্ট ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin