
শাহরিয়ার মিল্টন | সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট
শেরপুর : শেরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৫ উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ওই পরীক্ষা শুরু হয়। এদিন মোট ১৭ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৮৫ জন পরীক্ষার্থী। জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছর জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৩টি কেন্দ্রে ১৪ হাজার ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ১ হাজার ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ৩৮ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে ২ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ১৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসক সাহেলা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এদিন অন্যান্যের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান প্রমুখ। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ মো. আল আমিন জানান, জেলায় প্রথমদিন শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।
Posted ১০:২৮ | সোমবার, ০১ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin