
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট
শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে আবারও বুনোহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ একই এলাকার ছামেদ আলীর ছেলে। এরআগে গত ১৪ এপ্রিল রাতে শ্রীবরদীর ঝুঁলগাও এলাকায় কৃষক করিম মিয়া (২৮) ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে নিহত হন। এদিকে গত ২৫ এপ্রিল রাতে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন কালাপানি এলাকার সীমান্ত সড়কের পাশে নিজ আবাদি বোরো ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বুনোহাতির আক্রমণে আহত বিজয় সাংমা (৫২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক ২৭ এপ্রিল রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বুনোহাতির একটি দল শ্রীবরদীর হালুয়াহাটি গ্রামের বোরো ধান ক্ষেতে হানা দেয়। এসময় ফসল রক্ষা করতে এলাকাবাসী হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। এতে ক্ষুব্ধ হয় হাতির দল। হাতি তাড়ানোর সময় কৃষক আব্দুল হামিদ এগিয়ে গেলে একটি হাতি তাকে শুড় দিয়ে ধরে নিয়ে পায়ে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত হামিদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মো. নোমান তাকে মৃত ঘোষণা করেন।
বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতেখার ইউনুস বলেন, নিহত ব্যক্তির পরিবারকে নিয়মানুযায়ী সহায়তা করা হবে।
Posted ১১:০২ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin