
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। পদত্যাগের একদফা দাবি এখন আর শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠীর রাজনৈতিক দাবি নয়। এই একদফা আজকে গণদাবিতে পরিণত হয়েছে।’
বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বলেন, ‘বিগত প্রায় দেড়যুগ ধরে ক্ষমতাসীন দলের অব্যাহত অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই একদফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আবারও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগের রাজনীতি এতটাই দেউলিয়াত্বে পরিণত হয়েছে যে, সমাজের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা অতি সাধারণ একজন ব্যক্তি হিরো আলম তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং তাকে মোকাবেলা করার মতো নৈতিক সাহসও তারা হারিয়ে ফেলেছে। অতএব দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই একদফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, আমির হোসেন বাদশা, মো. শাজাহান, আসাদুল হক অহিদুলসহ জোটের শীর্ষ নেতারা।
পদযাত্রাটি পুরানা পল্টন মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি গিয়ে শেষ হয়।
Posted ০৯:২৫ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain