‘নানা বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে আলোকিত করছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ শুক্রবার দিনাজপুরে তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মানুষ শান্তিতে আছে।’
প্রধানমন্ত্রীর সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়গা সহ বাড়ি করে দিয়েছেন। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। ভর্তুকি দিয়ে ১ কোটি হতদরিদ্র মানুষকে পৌঁছে দিচ্ছেন নিত্যপণ্য।’
শুক্রবার ইকবালুর রহিম প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদরের পুলহাট আর এন্ড এইচ হইতে মহনপুর আর এন্ড এইচ সড়ক ও চাঁদগঞ্জ আর এন্ড এইচ হইতে রানীগঞ্জ হাট জিসি সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর সাহেবডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।