
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষণীয়। এখন টিভি চ্যানেলগুলোকে বেশ প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে হয়।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে টিভি চ্যানেলসহ সব গণমাধ্যমকে প্রস্তুত হতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত কনটেন্ট প্রচার করতে হবে।
তিনি আরো বলেন, টিভি চ্যানেলগুলো এখন প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করে। এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে কাজ করে যাচ্ছে। চ্যানেলটির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এটিএন বাংলা আজ বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেল। ২৬ বছরের পরিক্রমায় দেশের মানুষের মন জয় করেছে এটিএন বাংলা। আশা করি, মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চ্যানেলটি আগামী দিনেও এভাবেই পরিচালিত হবে। মানুষের আস্থা অর্জন করাই এটিএন বাংলার সবচেয়ে বড় সফলতা।
এ সময় এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমানসহ মিডিয়া ব্যক্তিত্ব, এটিএন বাংলার কলাকুশলী ও অন্য গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১৭:১১ | শনিবার, ১৫ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain