
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক টুইটে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপনকালে, বিশ্বজুড়ে মানুষ ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি দুই দেশের এবং সারা বিশ্বের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী অংশীদারত্বকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের রোল মডেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অবদানের কথাও মোদি তুলে ধরেন।
মোদি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ।
Posted ১১:০৯ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain