| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১২ ডিসেম্বর : যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় সমাবেশের ডাক দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাহবাগ আন্দোলনের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, যেহেতু প্রাণভিক্তা করারও কোনো সুযোগ নেই। তাই দ্রুত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে হবে ।
সমাবেশে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মীরা অংশ নেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে কাওরান বাজার মোড় ঘুরে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।
Posted ১৬:৩০ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin