বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শহীদ নাজমুল আহসানের নামে চত্বরের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

শাহরিয়ার মিল্টন   |   বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট

শহীদ নাজমুল আহসানের নামে চত্বরের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজ সংলগ্ন সড়কের চৌরাস্তায় নির্মাণাধীন চত্বরটি স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের নামে করার দাবিতে স্মারকলিপি পেশ করেছে শিক্ষার্থীরা। সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীদের পক্ষে মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের মাধ্যে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, পৌর শহরের দুই লেন সড়কের গড়কান্দা এলাকায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে চত্বর নির্মাণ করা হচ্ছে। এই চত্বর থেকে সরকারি নাজমুল স্মৃতি কলেজের দূরত্ব ১শ মিটার। জেলার মধ্যে সবচেয়ে বড় এই চত্বরের নাম শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের নামে করার দাবিতে গত রোববার নির্মাণাধূন চত্বরটি ঘিরে তারা মানববন্ধন করেন। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন কলেজের শিক্ষার্থীরা।

এসময় কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি পেশ করেন কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অভিজিৎ সাহা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বাদশা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মুঞ্জুরুল ইসলাম, তামিম হাসান, নাঈম হোসাইন, আহসান মাহমুদ স্বাধীন প্রমুখ।

শিক্ষার্থী অভিজিৎ সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধে কাটাখালী সেতুর অপারেশনের নেতৃত্ব দিতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নাজমুল আহসান শহীদ হন। তাঁর বীরত্বের অবদানের জন্য তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মের দাবি জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন ও বড় এই চত্বরটি যেনো ”শহীদ নাজমুল আহসান চত্বর” হিসেবে নামকরণ করা হয়৷ গত রোববার আমরা এই দাবিতে মানবন্ধন করেছি। এছাড়া সংসদ উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য, শেরপুরের জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগকে ওই স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, চত্বরের নামকরণের বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে একটি স্মারকলিপি দিয়ে গেছে৷ স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে৷

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০৭ | বুধবার, ২১ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: