| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নিয়ে যারা কটাক্ষ করছেন এবং ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করছেন, তাদের একদিন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সাবেক এই প্রেসিডেন্ট এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান জীবনে কোনো দিন দুর্নীতি করেননি। কোনো অনিয়ম তাকে স্পর্শ করতে পারেনি। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।
বি.চৌধুরী বলেন, তারুণ্যই গণতন্ত্র আনতে পারে। আর সে প্রমাণ রেখেছেন মেজর জিয়াউর রহমান। তাকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচিত হতে পারে না। কারণ, দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা সম্পর্কে জানে।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন উন্নতির ধারক ও বাহক। তিনি কৃষকদের জন্য দেড় বছরে ১৪০০ খাল কেটেছেন। যার সুবিধা বাংলাদেশের কৃষকরা আজো পাচ্ছেন। তিনি আরো উল্লেখ করেন, জিয়াউর রহমানই দেশে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর আগে দেশে কোনো গণতন্ত্র ছিল না।
বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ এখন কোন দিকে যাচ্ছে কেউ জানে না। প্রতিদিন হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ সমাজকে জেগে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সংস্কৃতি দিয়ে একটি জাতি বিশ্বের বুকে স্থান করে নিতে পারে। এজন্য জিয়াউর রহমান বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে উদ্যোগ নেন।
জিসাসের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ডিজেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ১৪:২০ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin