বদরুল আলম, লেষ্টার : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ লেষ্টার শাখার উদ্যোগে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান আজ মঙ্গলবার স্হানীয় সংগঠনের সভাপতি সৈয়দুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পরিচালনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। তারা দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় মুজিব আদর্শের সকলকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মান্নান খান, নিজামুল ইসলাম চৌধুরী, আকদ্দস আলী, আনসার মিয়া, আবুল ফজল মোহাম্মদ ইয়াকুব, ওয়েছ আহমদসহ আরো অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।