| রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
জয়নাল ইসলাম : বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত মৌলভীবাজার জেলার সাবেক তারকা ছাত্রনেতাদের পদচারণায় মূখরিত ছিল গত ১৫ই জানুয়ারী বুধবার লন্ডনের বাংলা টাউনখ্যাত ব্রিকলেইন । প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য,ভার্তিত্ববোধ,সহমর্মিতা,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও একে অন্যের মধ্যে সেতু বন্ধনের লক্ষে মৌলভীবাজার জেলার সাবেক তারকা ছাত্রনেতাদের নিয়ে সম্প্রতি ঘঠিত হওয়া বন্ধন ইউকের উদ্যোগে মৌলভীবাজার সদর ও রাজনগর সংসদীয় ৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী সমাজকল্যাণমন্ত্রী হওয়ায় আনন্দসভা মিষ্টিমুখ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক রফিকুল ইসলাম কতোয়াল ও মশিউর রহমান শিহাব কে সংবর্ধনা প্রধান করা হয় ।
লন্ডনের বাংলা টাউনখ্যাত ব্রিকলেইনের বাংলা ওভেনে অনুষ্টিত আনন্দ সভা ও সম্বর্ধনা অনুষ্টানে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বন্ধন ইউকের মুজিবুর রহমান জসিমের সভাপতিত্বে,যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ও যুক্তরাজ্য আওয়ামীলীগ হল সিটি শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাধা কান্ত ধরের যৌথ পরিচালনায় সভার শুরুতে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী টেলি কনফারেন্সের মাধ্যমে বন্ধনের আনন্দ সভায় বক্তব্য রাখেন ।সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক রফিকুল ইসলাম কতোয়াল ও মশিউর রহমান শিহাব ছাড়া ও ফেলে আসা সোনালী দিনের বন্ধনে আবদ্ধ হয়ে পুরোনো মধুর স্মৃতিকে রুমান্তন করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল বাসিত,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম অকিব,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আব্দুল মোহিত আফজল,সাজ্জাদুর খান লিক্সন,আব্দুর রব,রবীন শিং,রুমেন আহমেদ,আজিজুল আম্বিয়া,আমিনুর রহমান কাবিদ,জয়নাল ইসলাম,আমজাদ হোসেন ছানি,জুবায়ের আহমেদ,তামিম আহমেদ,শেখ সালাম,আক্তারুজ্জামান খান জাকির,মুনজের আহমেদ চৌধুরী,জামিউর রহমান শাওন,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম,জুবেল আহমেদ বেলাল,দুলাল আহমেদ,খালেদ আহমেদ,শাহ ফাহিম,আব্দুর রসিদ ওয়েছ,মুহিতুর রহমান মুহিত, ফয়েজ চৌধুরী,রেহান আহমদ,অনন্ত সুত্র ধর,রিপন মিয়া,সৈয়দ শরিফ আহমেদ,শেখ ফারুক আহমদ,ফখরুল কামাল জুয়েল,এম এ মতলিব হাবিবুর রহমান সেলিম,আফজাল হোসেন,সুমন্ত দেব,সুমন আহমেদ এনামুল হক সহ আরো অনেকে।
মৌলভীবাজার রাজনগরের মাটি ও মানুষের প্রিয়নেতা মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মৌলভীবাজার পৌরসভার পর পর তিনবারের সাবেক পৌর চেয়ারম্যান,একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জনপ্রিয় নেতা ক্লিন ইমেজ হিসেবে সুপরিচিত মৌলভীবাজার জেলার কৃতিসন্তান গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃতিম বন্ধু মৌলভীবাজার সদর ও রাজনগর সংসদীয় ৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী কে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে মনোনীত করায় ও সুন্দর ক্লিন মন্ত্রী পরিষদ জাতিকে উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান যুক্তরাজ্য বন্ধনের সকল নেত্রীবৃন্দ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা উচু করে দাড়াবে ।সৈয়দ মহসীন আলী তার নীতি আদর্শে অটুট থাকবেন এবং নতুন প্রজন্মদের উৎসাহিত করবেন সৃষ্টিশীল কর্ম সততা যোগ্যতা এবং মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে । জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারে মৌলভীবাজার জেলার প্রথম মন্ত্রী সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন যুক্তরাজ্য বন্ধনের সকল নেত্রীবৃন্দ ।
Posted ১৫:৩৯ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin