| শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ফরিদপুর: সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত গণজাগরণমঞ্চ ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার সন্ধ্যায় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে ঢাকা থেকে যশোরের মালোপাড়া অভিমুখী লংমার্চে ফরিদপুরের পথসভায় তিনি এ ঘোষণা দেন।
ড. ইমরান আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে একটি
ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এ চক্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় সাম্প্রদায়িক শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান।’
সন্ধ্যা ৬টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত মঞ্চে এসে পৌঁছায় লংমার্চটি। এ সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘সারাদেশের মানুষকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ করতে গণজাগরণ মঞ্চ দুইদিনের রোডমার্চ কর্মসূচি শুরু করেছে।’ তিনি সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে তরুণ সমাজ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব মানুষকে দুর্বার গণঅন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ফরিদপুরের গণজাগরণ মঞ্চের কর্মী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাপ্পাদিত্য বসু, লাকী আক্তার, ফরিদপুরের মোহতেশাম হোসেন খন্দকার বাবর, মুক্তিযোদ্ধা নূর মো. বাবুল, নারী নেত্রী আইভি মাসুদ, আসমা আক্তার মুক্তা, শওকত আলী জাহিদ, অনিমেষ রায়সহ ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও মঞ্চের নেতারা। স্লোগান হিসেবে খ্যাত লাকী আক্তার মঞ্চে উঠে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, সন্ধ্যা ছয়টার দিকে ইমরান তার সফরসঙ্গীদের নিয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশস্থলে পৌঁছলে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে। এর আগে বিকেল থেকে মঞ্চে স্থানীয় শিল্পীরা দেশের গান পরিবেশন করে। এছাড়া সমাবেশস্থলে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য শেষে ইমরান এইচ সরকার যশোরের উদ্দেশ্যে রওনা হন। পথে ফরিদপুরের মধুখালীতে তিনি পথসভায় অংশ নেন। সমাবেশ উপলক্ষে আশেপাশের পুরো এলাকায় পুলিশ নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে।
Posted ১৩:৫২ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin