নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ সময় ইউরোপের বিভিন্ন ক্লাব দাপিয়ে বেড়িয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুই দশকের মধ্যে এবারই প্রথম তাদের ছাড়া মৌসুম শুরু করতে যাচ্ছে ইউরোপ। যা নিঃসন্দেহে ইউরোপের ক্লাব ফুটবলের জন্য দুঃসংবাদই বটে!
শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। একই দিনে বাঁশি বেজে উঠবে স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের। ফুটবলের আলোচিত এই তিন লিগে একটা সময় আধিপত্য করেছেন মেসি ও রোনালদো। কিন্তু সময়ের ব্যবধানে দুই তারকার ঠিকানা এখন দু’প্রান্তে। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন সৌদিতে। ফলে তাদের দু’জনকে ছাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো।
এদিকে গত দুই মৌসুম পিএসজিতে কাটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। অন্যদিকে গত ডিসেম্বরে রোনালদো সৌদি আরবের আল নাসরে পাড়ি দিয়েছেন। গত মৌসুম শেষের পর বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে ইউরোপের ক্লাবগুলো। সৌদি প্রো লিগের অর্থের কাছে বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে তারা।
আজ প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। তবে গত মৌসুমে ট্রেবল জিতলেও এবার সেটা অসম্ভব মনে করেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা, ‘গত মৌসুমে যা করেছি, এ মৌসুমে সেটি সম্ভব নয় মনে হচ্ছে।’
Posted ০৭:৫৯ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain