নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
ধর্ম ডেস্ক : ইসলামে রোগীর সেবা ও তার জন্য দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয়নবী (স.) নিজে অসুস্থদের দেখতে যেতেন, তাদের সেবা করতেন এবং বিশেষ কিছু দোয়া শিখিয়েছেন, যা পড়লে আল্লাহর রহমতে রোগী দ্রুত সুস্থতা লাভ করে।
রোগীর জন্য বিশেষ দোয়া
হাদিসে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো- أَسْأَلُ اللهَ العَظِيمَ رَبَّ العَرْشِ العَظِيمِ أَنْ يَشْفِيَكَ উচ্চারণ: ‘আসআলুল্লাহাল আজীম, রাব্বাল আরশিল আজীম, আঁই ইয়াশফিয়াক।’ অর্থ: ‘আমি সুমহান আল্লাহর কাছে, যিনি মহান আরশের মালিক, আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবীজি (স.) বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো রোগীর কাছে যায়, যার মৃত্যুর সময় এখনও আসেনি, এবং সে এই দোয়াটি সাত বার পড়ে, আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দেন।’ (আবু দাউদ; তিরমিজি; রিয়াজুস সালেহিন: ৯১১)
আরও পড়ুন: রোগমুক্তির আয়াতগুলো কী, আমলের নিয়ম
নবীজির পড়া আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া
রাসুলুল্লাহ (স.) নিজে রোগীদের জন্য এই দোয়াটি পড়তেন- اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।’ অর্থ: ‘হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। এ রোগীকে সুস্থ করুন, আপনি আরোগ্য দানকারী। আপনি ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন, যাতে কোনো রোগ না থাকে।’ (বুখারি: ৫৭৪২)
কীভাবে পড়বেন
১. রোগীর পাশে বসে খোলা মনে এই দোয়াগুলো পড়ুন
২. প্রথম দোয়াটি কমপক্ষে ৭ বার পড়ুন
৩. দোয়া পড়ার সময় রোগীর দিকে হাত রেখে বা তার দিকে মুখ করে পড়তে পারেন
৪. দোয়ার শেষে রোগীর জন্য আল্লাহর রহমত কামনা করুন
রোগী দেখার গুরুত্ব
নবীজি (স.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম তার অসুস্থ মুসলিম ভাইয়ের সেবায় নিয়োজিত হয়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফলবাগানে অবস্থান করতে থাকে।’ (সহিহ মুসলিম: ২৫৬৮)
রোগীর জন্য দোয়া করা এবং তার সেবা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। উপর্যুক্ত দোয়াগুলো নিয়মিত পড়লে আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থতা লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোগীর সেবা করার এবং এই দোয়াগুলো আমল করার তাওফিক দান করুন। আমিন।
Posted ০৮:৪৬ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain