নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছেন রিশাদ হোসেন। টাইগার লেগ স্পিনার দুর্দান্ত পারফর্ম্যান্সে সকলের নজর কেড়েছিলেন। এমন পারফর্ম্যান্সের কল্যাণে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। এরপর জিম্বাবুয়ের টি-টেন লিগ জিম আফ্রোতেও দল পেয়েছেন তিনি। রিশাদের পর এবার আরও এক টাইগার ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন।
জিম আফ্রো টিন-টেন লিগে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি দল পেয়েছিলেন রিশাদ। রিশাদের পর এবার টুর্নামেন্টে দল পেয়েছেন এনামুল হক বিজয়। গতকাল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস।
জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে গত বছর। এবারের আসর অনুষ্ঠিত হবে ২১- ২৯ সেপ্টেম্বর। গত মৌসুমে টাইগার ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ খেলেছেন লিগটিতে।
এদিকে চলতি মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে টাইগাররা। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
জিম আফ্রো টি-টেন লিগে রিশাদকে দলে নিয়েছে হারারে বোল্টস। একই দলে তার সঙ্গে খেলবেন জেমস নিশাম ও দাসুন শানাকা। ২২ বছর বয়সী লেগ স্পিনারকে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস দলে নিয়েছে।
Posted ০৯:৫৭ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain