| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৩০ নভেম্বর : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে দুপুর সোয়া তিনটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শাহবাগে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় উস্কানিদাতা হিসেবে বিএনপির এই নেতার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে রিজভী আহমেদের জামিন চেয়ে ও রিমান্ড বাতিল চেয়ে আদালতে আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।
এডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ৪ শতাধিক আইনজীবী তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে।
ভোরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা অবরোধ শুরু আগে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে নিয়ে যায়।
উল্লেখ্য, শাহবাগে বাসে আগুন দেয়ায় ঘটনায় পুলিশের করা মামলায় রুহুল কবির রিজভী ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকেও আসামি করা হয়েছে।
Posted ১৫:০৬ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin