| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তার সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বঙ্গভবনে রাষ্ট্রপতির আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে চলতি বছরের ২১ মার্চ শোকের মিছিল নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বেগম খালেদা জিয়া। তারও আগে ২০১২ সালে নির্বাচন কমিশন পনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ডাকা সংলাপে খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। যদিও নেতাদের দাবি, বিরোধী দলের প্রস্তাব আমলে নেয়া হয়নি।
আজ আবার ৬৭৩ পর বঙ্গভবনে গেলেন বিএনপি চেয়ারপারসন। এতোদিন পর গেলেও আপ্যায়নে বিরোধী নেতাদের সন্তুষ্ট করতে পেরেছেন।
রাষ্ট্রপতির কাছ থেকে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। প্রাণবন্ত পরিবেশ ছিল। নির্বাচনকালীন সময়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের কথা বলেছি। প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন। আমরা বলছি, নির্দলীয় সরকার ছাড়া অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’
রাষ্ট্রপতির আপ্যায়ন প্রসঙ্গে উৎফুল্ল হাসিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতি অত্যন্ত ভালো স্ন্যাক্স দিয়ে আপ্যায়ন করেছেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০০:৫৩ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin