রবিবার ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজপথের আন্দোলন চলবে : জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

রাজপথের আন্দোলন চলবে : জামায়াতে ইসলামী

সরকার যত নাটকই করুক তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার(২২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ তায়ালা আমাদের খুব সীমিত সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরাই হচ্ছি উত্তম জাতি। আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহাপুরস্কার জান্নাত লাভ। সে লক্ষ্যকে সামনে রেখেই আজ আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় গিয়ে তারা আর ক্ষমতা থেকে নামতে চায় না। তারা ভোট ডাকাতি ও বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এ ছাড়া, সরকার জাতীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটক রেখে দেশ ও জাতিকে বঞ্চিত করছে।

তিনি আরও বলেন, জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় সকলকে রাজপথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

কাফরুল পশ্চিম থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। আরও উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব টিপু সুলতান, নেসার উদ্দিন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:০৮ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com