| সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২ ডিসেম্বর : দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাপান। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত জাপান এর রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এ উদ্বেগ প্রকাশ করেন।
জাপানের অবস্থান তুলে ধরে সাদোশিমা বলেন, বাংলাদেশের সহিংসতা বেড়ে চলায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের মতো আমরাও গভীর উদ্ধেগ প্রকাশ করছি।
তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বন্ধু হিসেবে দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় প্রানহানি ও দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে জাপান।
সহিংসতা বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, দেশের ভবিষ্যতের স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে জরুরীভাবে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসা উচিত ।
Posted ১৭:৩৭ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin