
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজধানীর বঙ্গবাজারকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, বঙ্গবাজারে ১০তলা ভবন হওয়ার যে পরিকল্পনা ছিল, সেটা নিয়ে আরো কাজ আছে। ব্যবসায়ীদের সঙ্গে বসবো। প্রধানমন্ত্রীর কিছু দিকনির্দেশনা থাকবে। পুরনো পরিকল্পনা হয়তো থাকবে না। নতুন করে সাজানো হবে বঙ্গবাজার।
গত ৪ এপ্রিল ভয়াবহ আগুন লাগার ঘটে বঙ্গবাজারে। প্রায় ৬ ঘণ্টা পর আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপন করতে সময় লেগে যায় ৭৫ ঘণ্টা। এ ঘটনায় বঙ্গবাজারের চারটি র্মাকেট পুরোপুরি ও তিনটি মার্কেট অংশিক পুড়ে যায়। বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির হিসাবে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
Posted ০৯:৩৪ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain