এম. মতিন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে সাফওয়ান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাফওয়ান ওই গ্রামের সিরাজ মাস্টারে বাড়ির মো. কামরুল ইসলাম রানার ছেলে।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাফওয়ান বাহিরে খেলছিল। একপর্যায়ে খেলার ছলে পরিবারের সবার অজান্তে বাড়ীর পিছনের পুকুরে পড়ে সে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরের মধ্যে শিশুটির জুতা ভাসতে দেখে সবার সন্দেহ হয়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে রাউজানের জে. কে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।