শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যে বলে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

যে বলে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের টিকিট কেটেছিল আগেই। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। অবশ্য শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ে সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে যায় ভারত। এখন তাদের দু’জনের ক্রিকেটীয় যুদ্ধের অপেক্ষায় বিশ্ববাসী।

 

আগামী ৭ জুনে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ ম্যাচে কোন বল দিয়ে খেলা হবে তা নিয়ে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে চলছে লড়াই।

তবে সেই লড়াইকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালের জন্য নির্দিষ্ট বল নির্ধারণ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আসন্ন ফাইনালে ইংল্যান্ডের পছন্দমতো ডিউক বল দিয়ে খেলতে হবে দু’দলকে।

 

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের পছন্দ এসজি বল আর অস্ট্রেলিয়ার কোকাবুরা। তবে তাদের চাওয়াকে পাত্তা না দিয়ে ইংলিশদের পছন্দমতো ডিউক বল নির্ধারণ করা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এরই মধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দু’দল। তবে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কিছু নিয়মও বেঁধে দিয়েছে আইসিসি।

 

আইসিসির এক সূত্রে জানা যায়, ইংল্যান্ডে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে ইংলিশদের ব্যবহৃত ডিউক বল দিয়েই খেলতে হবে ভারত-অস্ট্রেলিয়াকে। যদিও আইসিসির যেকোনো ইভেন্টে বল পছন্দ করার সুযোগ থাকে দলগুলোর সামনে। তবে এ ফাইনালে বল পছন্দ করার ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না দুদল। স্বাগতিক দেশ ইংল্যান্ডের পছন্দমতো ডিউক বল দিয়েই খেলতে হবে তাদের।

 

মূলত ডিউক বল একটু বেশিই বাউন্স ও সুইং করে। বলের গুণগত মানও অন্যান্য বলের তুলনায় বেশ ভালো। এছাড়া ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ডিউক বলের ব্যবহার করা হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। তবে সে ভুলটা এবার করতে চায় না রোহিতরা। সূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ০৭:২১ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: