নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আজ আমাদের এক দফা এক দাবি, ভোটারবিহীন স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ। যেকোনো মূল্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) ফরিদপুরে বিএনপির পদযাত্রা শেষে দুপুর ১টার দিকে জেলা পরিষদের মালিকানাধীন স্বর্ণকমল মার্কেটের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে আপনারা দেখেছেন এক হিরো আলমের ভয়ে আওয়ামী লীগ সরকার অস্থির। তাদের পায়ের নিচে মাটি নেই।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সময় আমাদের হাতে বেশি নেই। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমাদের দফা এক, শেখ হাসিনার পদত্যাগ।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক ওরফে শাহজাদা মিয়া।
এর আগে বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার কাঠপট্টি এলাকায় দলীয় কার্যালয়ের নিচে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে পদযাত্রায় অংশ নিতে সমবেত হন। বেলা ১২টার দিকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রা শুরুর আগে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া প্রমুখ।
Posted ১১:৪৪ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain