
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপি তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
নিখিল বলেন, ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে ইয়াবা-মাদকের দিকে ঠেলে দিচ্ছে।
আজ (৯ জুলাই) সিলেটের রেজিস্ট্রারি মাঠে কেন্দ্রঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
নিখিল আরও বলেন, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও ২১ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত ও তারেক জিয়াদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু ১৫ আগস্ট তারা উৎসবে মেতে উঠেন। তারা কীভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে যুবলীগ। তাদের কোনো অপপ্রচারই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর হাবিব হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাইফুল আলম অনিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া ও চৌধুরী আব্দুল্লাহ রাজেন।
বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
Posted ১৬:৪৭ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain