শনিবার ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিচ্ছিন্ন বিষয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিচ্ছিন্ন বিষয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমকৎকার। তাদের ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তবে গণমাধ্যমে ভিসানীতি আরোপ মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। কারণ, আমাদের দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। আর এই বিষয় নিয়েই বিএনপি ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র মতো লাফাচ্ছে।

আজ রাজশাহী নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার বলেন, ভিসানীতিতে কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটি যুক্তরাষ্ট্রের ব্যাপার। তবে গণমাধমকে কেন ভিসানীতিতে ফেলা হবে সেটি বোধগম্য নয়। আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ নেয়ার মতো নয়।

তথ্য ও সম্প্রচার আরো বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে তারেক জিয়াও দেশে আসবে। এরপর সে হাওয়া ভবন ও খোয়াব ভবন তৈরি করবে। এবার দেশের ৫০০ জায়গায় নয়, ৫ হাজার জায়গায় বোমা হামলা হবে। নানা আন্দোলন-কর্মসূচিতে বিএনপি বলেছিল, আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামাবে। কিন্তু এখন বিএনপিই রশি ছিড়ে পড়ে গেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং আমাদের গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনোভাবেই কার্যকর হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান চৌধুরী নিখিল, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি অনীল সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫৮ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(825 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com