বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যারা স্বাধীনতা চায়নি তারা আজ স্বাধীনতার কথা বলে: আ স ম আব্দুর রব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | প্রিন্ট

যারা স্বাধীনতা চায়নি তারা আজ স্বাধীনতার কথা বলে: আ স ম আব্দুর রব

দেশের স্বাধীনতা আজ চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

জেএসডির শীর্ষ এই নেতা বলেছেন, মুক্তিযুদ্ধ আজ চুরি হয়েছে। স্বাধীনতা চুরি হয়ে গেছে। যারা স্বাধীনতা চায়নি তারা আজ স্বাধীনতার কথা বলে। মুক্তিযুদ্ধের ঘোষণায় যা ছিল, তা আজ নেই।

শুক্রবার (২১ জুলাই) ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মেলন-২০২৩ এ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ স ম আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারবিরোধী আন্দোলনে একসঙ্গে লড়াইয়ে নামবে বলে আমি আশাবাদী। এই লড়াই বাঁচার লড়াই। বরিশালে মুফতী ফয়জুল করীমকে অসম্মান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সেদিন যা বলেছে তা ঘৃণ্য। আমি ওই বক্তব্যের জন্য নিন্দা জানিয়েছি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে জালেম ও স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসে আছে। এই জালেম ও মিথ্যাচারদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ’৭১ এ মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, ইসলাম ও ঈমান বাঁচানোর আন্দোলন করতে হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মুসলমানদের দেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে।

এছাড়া ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশ এখনো পুরোপুরি মুক্ত হয়নি। বাংলাদেশকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা কাজ করবেন।

সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, প্রধানমন্ত্রী গণতন্ত্রের উন্নয়নের কথা বলেন- এটা আমরা চাই না। দেশের জনগণ উন্নয়নের গণতন্ত্র চায়। জাতীয় অস্তিত্ব আজ সংকটাপন্ন। তারা সীমান্তে পাখির মতো গুলি করা ভারতের পদলেহন করছে। এ দেশে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে দুর্নীতি হয়।এছাড়া ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে একটি পক্ষ মুক্তিযুদ্ধকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে ইসলামী রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে অন্যদের মধ্যে মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব মনির হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এ দিন সম্মেলনে ১১ দফা প্রস্তাবনা উপস্থাপনা করেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম। পরে সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদকে সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ খালেকুজ্জামানকে সেক্রেটারি জেনারেল করে ২০২৩-২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১৫ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: