
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ফেরি এলাকায় জিরো পয়েন্টে কোনো যানবাহনের দেখা মেলেনি। ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনগুলো আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, সকাল থেকেই যানবাহনের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাট পয়েন্টে তবে কাটা গাড়ির যাত্রীর পার হচ্ছে ফেরিতে করে। যাত্রীবাহী পরিবহন না থাকায় অপেক্ষাকৃত অন্য যানবাহনগুলোকে পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরি নিয়োজিত আছে এবং বাকি ফেরিগুলো অলস সময় পার করছে বলেও জানান তিনি। সূএ:বাংলাদেশ প্রতিদিন
Posted ০৮:৫১ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain