| রবিবার, ০৩ মে ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার মসজিদসমুহের ইমাম-মুয়াজ্জিনদেরকে রমজান ও ঈদ উপহার হিসেবে অর্থ সহায়তা প্রদান করেছেন যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
রোববার বাদ জোহর মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আমন্ত্রিত ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ তুলে দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মতিউর রহমানসহ পৌরসভার বিভিন্ন জামে মসজিদেও ইমাম-মুয়াজ্জিন, উপজেলা-ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম ও আসাদুজ্জামান বিপু।
প্রসঙ্গত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ তহবিল থেকে পৌরসভার সকল জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়ে আজ রোববার ১৫টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং আগামী দিন সোমবার বাদ জোহর পৌরসভার অন্যান্য মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরকে অর্থ সহায়তা প্রদান করবেন।
Posted ১৮:৩১ | রবিবার, ০৩ মে ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum