
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (১২ আগস্ট) রাতে ৯০ বছর বয়সে রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি আট ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আগামীকাল রোববার বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তার দাফন অনুষ্ঠিত হবে।
সালমা খাতুনের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
Posted ০৬:৫৪ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain