এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ : নওগাঁর মান্দায় মহাসড়কে বেরিকেট দিয়ে এক তরুণীকে (২১) অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড়ের অদুরে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে চলাচলরত বাসের যাত্রীরা ওই তরুণীকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেন। ভুক্তভোগী তরুণী নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। সোমবার নিজ বাড়ি থেকে ভগ্নিপতি ও বোনের সাথে একই মোটরসাইকেলে নিয়ামতপুর উপজেলায় বোন-জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘটনার শিকার ওই তরুণী তার আত্মীয়দের নিয়ে আইনগত ব্যবস্থা নিতে মান্দা থানায় অবস্থান করছিলেন।
ভুক্তভোগী ওই তরুণী জানান, ‘দীর্ঘদিন ধরে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামের তাপস কুমার নামে এক যুবক বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। তাঁর পরিবারকে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। গতকাল রোববার মৈনম বাজার এলাকায় এক ছেলের সঙ্গে আমার আশীর্বাদের দিন ছিল। কিন্তু তাপস কুমার জামাইদের বাড়ি গিয়ে হুমকি-ধামকি দিয়ে বিয়েটি ভেঙে দেন।’
ভুক্তভোগী তরুণীর বোন বলেন, বোনের জামাইকে আশীর্বাদের জন্য স্বামীকে সাথে নিয়ে গত শনিবার বাবার বাড়িতে যাই। এদিন ছেলে পক্ষ হুমকির অভিযোগ তুলে আশীর্বাদের অনুষ্ঠান বাতিল করে দেন। বিয়ে ভেঙে যাওয়ায় সোমবার বোনকে সাথে নিয়ে একই মোটরসাইকেলে শ্বশুর বাড়ি ফিরছিলাম।
তিনি আরও বলেন, পথে ভোলাবাজার এলাকায় পৌঁছলে নওগাঁ- রাজশাহী মহাসড়কে বেরিকেট দিয়ে একদল বখাটে যুবক তার ছোট বোনকে অপহরণের চেষ্টা করে। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় বাসের যাত্রীরা প্রতিরোধ গড়ে তুললে বখাটেরা সটকে পড়েন। ঘটনার সময় বাধা দেওয়ায় তাকেও লাঞ্ছিত করেন বখাটেরা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
Related