
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। যিনি মানবিক পুলিশ হিসেবে দেশে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এই তথ্য জানা যায়। এর আগে, গত ১৬ এপ্রিল তাকে চাকরিচ্যুত করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারিশ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে বেওয়ারিশ, অসুস্থ মানুষদের সেবা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন শওকত হোসেন। পরে তার নামের আগে মানবিক শওকত উপাধিক যুক্ত হয়। তবে, দীর্ঘ সময় নিজ কর্মস্থলে অনুপস্থিত এবং ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় একটি ওয়াজ মাহফিলে অতিথি হয়ে ‘বিতর্কিত’ বক্তব্য প্রদানের প্রেক্ষিতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন শওকত।
Posted ১৬:৩০ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin