| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
মোঃ মিজানুর রহমান অনিক, মাধবপুর ॥
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামীলীগ থেকে নবীন না প্রবীণ কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী ইমেজ সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ থেকে মনোনয়ন লাভের আশায় মাধবপুর-চুনারুঘাট থেকে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সুপ্রীম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদ সেক্রেটারী এডঃ মাহবুব আলী, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য হবিগঞ্জের সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপি আকবর হোসেন জিতু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ তানভীর আহম্মেদ, ছাত্রলীগ নেতা আরিফুল হাই রাজীব, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত। সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ তার এলাকায় চা শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়ন ও রাস্তা-ঘাটসহ এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীতা নিশ্চিত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে হাইকমান্ডের সঙ্গে লবিং করে যাচ্ছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মোস্তফা শহীদই যোগ্য প্রার্থী হিসেবে দলীয় নেত্রীর কাছে গ্রহণযোগ্য বলে তার অনুসারীরা মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে শতভাগ আশাবাদী। নবীন-প্রবীন প্রার্থীদের ভিড়ে এ আসনে আসন্ন নির্বাচনে কে হচ্ছেন আওয়ামীলীগের প্রার্থী এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে জোরেশোরে।
Posted ০১:২৫ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin