রায়হান আহমেদ সম্রাট | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া বাজার আল বারাকা ডায়াগনষ্টিক সংলগ্ন ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাওতুল কোরআন মডেল মাদরাসা’র শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতি ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মাওলানা আবুল কালামসহ প্রমুখ। উক্ত মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীর সার্বিক সমৃদ্ধি ও উন্নতি কামনা করে প্রধান অতিথি মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরবর্তীতে পরিচালনা কমিটির অনুরোধে, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী-কে পরিচালনা কমিটির সভাপতি এবং সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান-কে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা সদস্য আবু সাদিক রাফি, আজহারুল ইসলাম সেতু, মোজাম্মেল হক সিজান।
Posted ১৯:০৮ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed