নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাথাচাড়া দিয়ে উঠছে ভেতরের শকুন, বাইরেরগুলো ওত পেতে রয়েছে। আজ বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন কয়েকদিনে দেশ অশান্ত করে তুলছে। এটা তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথমবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তারা একশত বার চেষ্টা করলেও বাংলাদেশ রুখে দাঁড়াবে। আমাদের নেতা তারেক রহমান সুদূর লন্ডন থেকে দেখাশোনা করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
ফাইনাল খেলায় পঞ্চগড় বিএনপি একাদশ বনাম রংপুর মহানগর বিএনপি একাদশ দুই এক গোলে পরাজিত করেন।
Posted ১৬:৩২ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain