নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন।
আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হুফফাজুল কুরআন ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন বয়ে যাবে। দীন প্রচারে শিশুরা যাতে অবদান রাখতে পারে সেজন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতি জোর দেন ধর্ম উপদেষ্টা।
পরে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জয়ী হওয়া বেশ কয়েকজন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়। হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বিভিন্ন ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:১৯ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain