| রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১৬ ডিসেম্বর : আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ থেকে বিয়াল্লিশ বছর আগে দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনে। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক আলোকিত দিন। এ দিবসটি আমাদের মনে করিয়ে দেয় দেশ, জাতি ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা। স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দৈনিক পত্রিকাগুলো সম্পাদকীয়, বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। রেডিও ও টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।
কর্মসূচি : আজ সরকারি ছুটির দিন। সূর্যোদয়ের সময় এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
সূর্যোদয়ের ক্ষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন সকাল ৭টায়।
জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সেনা, নৌ ও বিমানবাহিনীর বাদক দল রাজধানীর কয়েকটি এলাকায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে।
দেশের জেলা-উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
Posted ২২:৫৬ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin