
এম এম হারুন আল রশীদ হীরা | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট
নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে এক মাদরাসা ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (১০ মে) রাতে স্থানীয় মাতব্বর হাফিজুর, খোকা ও ইউসুফের নেতৃত্বে আরো কয়েকজন মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ করে দিয়েছেন বলে প্রকাশ। শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কন্দর্পপুর রাঢ়ী পাড়া গ্রামে। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেয়ায় স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে ফুঁসছে গ্রামবাসী।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে চককন্দর্পপুর গ্রামের এজাজুলের ছেলে এক সন্তানের জনক রাজু প্রতিবেশী জনৈক নজরুল ইসলামের শিশুকন্যা (৮) স্থানীয় একটি মাদরাসার ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে (৮) লিচু খাওনোর লোভ দেখিয়ে তার ভাইয়ের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা আরেকটি শিশুকে কয়েকটি লিচু দিয়ে পাঠিয়ে দেয় রাজু। পরে সুযোগ বুঝে শিশুটিকে কৌশলে ঘরের ভিতর নিয়ে গিয়ে উলঙ্গ করে (পরিধেয় বস্ত্র খুলে) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত রাজু পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে বেশ কয়েকজন গ্রামপুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন।
Posted ১৭:১১ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin