নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে মনে করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা। মঙ্গলবার রাজধানীর মগবাজার এলাকায় তারা লিফলেট বিতরণ করেন।
এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম.মুসাব্বীর শাফী, সহ-পাঠাগার সম্পাদক সাজিদ হাসান বাবু, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূইয়া এবং যুবদল নেতা ফখরুল বিন খালেক, কাজী মঞ্জুর রহমান, মহিন উদ্দিন বেগ সুজন, সাইফুল বাছির সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৮:১১ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain