নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
৭ জানুয়ারি হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও শনিবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা হরতাল সফলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দুটি স্থানে এ মিছিল হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতাকর্মীরা অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মতিঝিল আরামবাগ মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরামবাগ মোড় পর্যন্ত মশাল মিছিল হয়।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ নেতাকর্মীরা।
Posted ১৫:৩১ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain