| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে ২৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। তাদের মধ্যে ১২ জন পুরুষ, নয়জন মহিলা ও চারজন শিশু রয়েছে।
আটককৃতদের সবার বাড়ি বাগেরহাট, খুলনা, বরগুনা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানায়, পাচারকারীরা ভারতে বিভিন্ন ধরনের ভালো কাজ জোগাড় করে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে পাচার করছিল। এর আগে পাচার হতে যাওয়া ওইসব নারী-পুরুষের কাছ থেকে পাচারকারী দালালরা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার কবির আহমেদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে টহল দলের সদস্যরা সীমান্তের মেইন পিলার ১২-এর সাবপিলার ৩ এর কাছ থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
Posted ১২:১৬ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin