
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট
বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তাই দেশটিতে প্রতিদিন অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলছে। এছাড়াও ভারতে প্রতিনিয়ত বিভিন্ন বিষ্ময়কর ঘটনা ঘটে থাকে।
এবার ভারতের একটি জেলে এক গ্যাংস্টারকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় সতর্ক অবস্থান গ্রহণ করেছেন জেল কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের মধ্যে তিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালান তার প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও তার সহকারীরা। তিহার জেলের ৯ নম্বর সেলে বন্দী ছিলেন তিল্লু তাজপুরিয়া। তার পাশের ৮ নম্বর সেলে ছিলেন যোগেশ টুন্ডা। লোহার গ্রিল টপকে রড দিয়ে যোগেশ ও তার সহকারীরা তিল্লু তাজপুরিয়ার ওপর আক্রমণ করে বলে অভিযোগসূত্রে জানা যায়।
দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত তিল্লু তাজপুরিয়া ও রোহিত নামের আরেকজনকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিল্লু তাজপুরিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহত রোহিতের চিকিৎসা চলছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনার পর অন্য বন্দীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর দিল্লির রোহিনী আদালতের মধ্যে গ্যাংস্টার জিতেন্দ্র যোগীর ওপর গুলি চালানোর অভিযোগ উঠে গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ নিতেই জিতেন্দ্র যোগী পক্ষের সদস্যরা যোগেশ টুন্ডাকে ভাড়া করেছেন বলে ধারণা করছে পুলিশ। সূত্র: এনডিটিভি
Posted ০৯:৩৯ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain