| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
কায়রো, ২৪ ডিসেম্বর : মিসরের প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি বলেছেন, এ দেশের মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন। প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা মেনা এ কথা জানায়।
মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলীয় মানসুরা নগরীতে পুলিশ সদর দফতরে একটি শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর বেবলাওয়ি এ কথা বলেন।
নিহতদের অধিকাংশ পুলিশ সদস্য। হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা জানান, হামলায় শতাধিক লোক আহত হন।
প্রধানমন্ত্রীর মুখপাত্র শেরিফ শোকির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।
প্রসঙ্গত, মিসরের সেনা সমর্থিত কর্তৃপক্ষ জঙ্গিদের অর্থ ও প্রশিক্ষণ দেয়ায় প্রায় মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে থাকে। কেননা এসব জঙ্গি মিসরের গোলাযোগপূর্ণ সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর ওপর প্রায় হামলা চালিয়ে থাকে।
Posted ২১:১৭ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin